৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভার অক্টোবর/১৭মাসের সভার কার্য বিবরনী
সভাপতি:-মো: সিরাজুল ইসলাম
চেয়ারম্যান,
৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ
দিনাজপুর সদর,দিনাজপুর।
সভার তারিখ:-২৬/১০/২০১৭খ্রিষ্টাব্দ
সভার সময়:-সকাল ১০:০০
সভার স্থান:-ইউনিয়ন পরিষদ সভা কক্ষ।
উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট ‘ক”-তে দেখানো হলো:
সভায় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভাপতি ইউ,পি সচিবকে সভা পরিচালনার জন্য অনুরোধ করেন।সভাপতির সম্মতিক্রমে ইউ,পি সচিব সভার কাজ আরাম্ভ করেন।
আলোচনা:-১। গত সভার কার্য বিবরনী পঠন ও অনুমোদন:-গত সভার কার্য বিবরনী ইউ,পি সচিব উপস্থিত সকলকে পাঠ করে শোনান।
সিদ্ধান্ত:-কার্য বিবরনী পাঠ অন্তে কোন সংশোধন প্রয়োজন না থাকায় সর্ব সম্মতভাবে অনুমোদন করা হয়।
২। বিভিন্ন বিভাগের কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা।
২.১। কৃষি:- উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ অনুপস্থিত থাকায় কৃষি বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।
সিদ্ধান্ত:- ৩নং ফাজিলপুর ইউ,পির উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনকে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.২। প্রাণি সম্পদ:- প্রাণি সম্পদ সহকারী অনুপস্থিত থাকায় প্রাণি সম্পদ বিভাগের কার্যক্রম জানা যায়নি।
সিদ্ধান্ত:- প্রাণি সম্পদ বিভাগের প্রতিনিধিকে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.৩। মৎস্য:- মো: মোস্তাফিজুর রহমান,মৎস্য সহকারী, সভায় অনুপস্থিত থাকায় তার বিভাগের কার্যক্রম সম্পর্কে কিছু জানা যায়নি।
সিদ্ধান্ত:-মৎস্য সহকারীকে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.৪। স্বাস্থ্য বিভাগ:- রাধেশ চন্দ্র রায়,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সভায় জানান যে, ইউপির কমিউনিটি ক্লিনিক সমূহের কার্যক্রম ভালভাবে চলছে। গত মাসে মোট ৩১১৪জনকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১৮ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধান্ত:-কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহনে আকৃষ্ট করতে সচেতনতা সৃষ্টি করা সহ জনগনকে আন্তরিকতার সাথে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। এছাড়া পরবর্তী সভায় স্বাস্থ্য পরিদর্শককে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.৫। পরিবার পরিকল্পনা:-মো: আ: মতিন,পরিবার পরিকল্পনা পরিদর্শক সভায় জানান যে,তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে।তবে ইউপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি নলকূপ প্রদানের জন্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
সিদ্ধান্ত:-পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম বিধি মোতাবেক পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া পরিবার কল্যাণ কেন্দ্রে নলকূপ স্থাপনের ব্যাপারে পদক্ষেপ গ্রহনের জন্য ওয়ার্ড সদস্যকে অনুরোধ করা হয়।
২.৬। সমাজ সেবা:-মোছা:সানজিদা খানম,ইউনিয়ন সমাজকর্মী,সভায় অনুপস্থিত থাকায় তার বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।
সিদ্ধান্ত:-মোছা:সানজিদা খানম,ইউনিয়ন সমাজকর্মীকে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.৭। আনছার ও ভিডিপি:-গীতা রানী শীল,আনছার ও ভিডিপি দলনেত্রী সভায় জানান যে,বর্তমানে ইউপির আইনশৃংখলা পরিস্থিত ভাল।আনছার ভিডিপি সদস্যরা সব সময় পরিষদকে সহায়তা করতে প্রস্তুত।
সিদ্ধান্ত:-গীতা রানী শীল,আনছার ও ভিডিপি ইউনিয়ন দলনেত্রী বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।
২.৮। বিআরডিবি:-আশুতোষ রায়,পরিদর্শক, জানান যে,ঋন আদায় কার্যক্রম ভালভাবে চলছে। তিনি এক্ষেত্রে পরিষদের সদস্যগণের সহযোগিতা কামনা করেন।
সিদ্ধান্ত:-আশুতোষ রায়,পরিদর্শককে, ঋণ আদায়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ওয়ার্ড সদস্যগণকে অনুরোধ করা হয়।।
২.৯।জনস্বাস্থ্য প্রকৌশল:-মো:নজরুল ইসলাম, টিউবওয়েল মেকানিকস্,সভায় অনুপস্থিত থাকায় তার বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।
সিদ্ধান্ত:-মো:নজরুল ইসলাম, টিউবওয়েল মেকানিকসকে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.১০।এলজিইডি:-মোছা:পারভীন আকতার,কমিউনিটি অর্গানাইজার,সভায় জানান যে,অত্র ইউ,পিতে তাদের সকল উন্নয়নমূলক কার্যক্রম ভালভাবে চলছে। ইউপির রাস্তা সমূহ রক্ষনাবেক্ষণের জন্য দশ জন মহিলা নিযুক্ত রয়েছে। তিনি তাদের কাজ কর্ম মনিটরিং করার জন্য ইউপিকে অনুরোধ করেন।
মো:সিরাজুল ইসলাম ৮নং ওয়ার্ড সদস্য সভায় জানান যে,এলজিইডি কর্তৃক নির্মিত মহিলা মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ থাকে।এছাড়া কোন কোন দোকান পুরুষ দ্বারা পরিচালিত হচ্ছে যা কাম্য নয় এবং এ মার্কেটের ভিতরটি অনেক অস্বাস্থ্যকর । মার্কেটটি সংস্কার করে দোকান সমূহ ভাড়া প্রদানের ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
কমিউনিটি অর্গানাইজার জানান যে,মার্কেটের দোকান ৫ বছরের জন্য মহিলা দোকানদারদের ভাড়া প্রদান করা হয়েছে। প্রতি মাসে নিয়মিত ভাড়া প্রদানের কথা থাকলেও তারা ভাড়া প্রদান করছেন না । আবার অনেকে পুরষদের দ্বারা দোকান পরিচালনা করছেন যা নিয়ম বহির্ভূত। এছাড়া প্রতি ৫ বছর পর পর চুক্তি নবায়ন করার কথা থাকলেও তা এখনও করা হয়নি। তিনি ইউপিকে মার্কেটটি সংস্কার করে পরিচালনার জন্য অনুরোধ করেন।
মো: মনোয়ার হোসেন উপ-সহকারী প্রকৌশলী ২০১২ সাল হতে এখন পর্যন্ত ইউপির একটিও সমন্বয় সভায় উপস্থিত না থাকায় দু:খ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা প্রকৌশলী দিনাজপুর সদর,দিনাজপুরের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সিদ্ধান্ত:- মহিলা মাকের্টটি সংস্কার করে বিধি মোতাবেক ভাড়া প্রদানের সিদ্ধান্ত হয়। এবং ইউনিয়ন পরিষদ এর সার্বিক ব্যবস্থাপনা করবে মর্মে সিদ্ধান্ত হয়। এছাড়া জনাব মো:মনোয়ার হোসেন,উপ-সহকারী প্রকৌশলী,এলজিইডিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
২.১১।শিক্ষা:- অত্র কমিটির সম্মানিত সদস্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা উন্নয়ন সমন্বয় সভার কোন সভায় উপস্থিত না হওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হয়।এবং এ বিভাগের কার্যক্রম সম্পর্কে কিছু জানা যায়নি।
রজত বসাক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলজিএসপি-২ প্রকল্প হতে তার বিদ্যালয়ে আসবাপত্র সরবরাহ করায় ইউপিকে ধন্যবাদ জানান।
সিদ্ধান্ত:-অত্র কমিটির সম্মানিত সদস্য সহকারী শিক্ষা অফিসারকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুর মহোদয়ের দৃষ্টি আকর্ষন করা হয়।
২.১২। এনজিও:- গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধি পারগাও গ্রামের বিভিন্ন এলাকায় সাঁওতাল আদিবাসীদের নলকূপ সরবরাহ করায় পরিষদকে ধন্যবাদ জানান।
শৈলেন চন্দ্র রায়, ফ্যাসিলিটেটর,সিডিসি, সভায় জানান যে, অত্র ইউপি প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে, তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও প্রতিবন্ধী পরিবারে সেলাই মেশিন প্রদান করায় ইউপিকে ধন্যবাদ জানান। তিনি সকলকে প্রতিবন্ধী মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
এছাড়া মো: বাবুলুর রশীদ,৩নং ওয়ার্ড সদস্য অন্যন্য কাজের পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ,নারী নির্যাতন প্রতিরোধ,ট্যাক্স প্রদানে জনসচেতনতা সৃষ্টি সহ ওয়ার্ড সভায় ইউপির সকলকে অংশগ্রহনে উদ্বুদ্ধ করতে এনজিওদের কাজ করার আহবান জানান।
সিদ্ধান্ত:-প্রতিবন্ধীদের উন্নয়ণে সকলকে কাজ করার জন্য অুনরোধ কার হয়। এছাড়া ইউপির উন্নয়ণমূলক সকল কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিতের সিদ্ধান্ত হয়। একই সাথে ইউপির সকল উন্নয়ণমূলক প্রকল্পের বাস্তবায়ন কাজ প্রতিবন্ধী বান্ধব করার সিদ্ধান্ত হয় এবং প্রতিবন্ধীদের মূল ধারায় সম্পৃক্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
২.১৩। ম্যারিজ রেজিষ্টিার ও কাজী:- মো:আবুল বাশার,ম্যারিজ রেজিষ্টার ওকাজী সভায় জানান যে,অত্র ইউ,পির কোথাও বাল্য বিবাহ হচ্ছে না। এ বিষয়ে তিনি সজাগ রয়েছেন।
সিদ্ধান্ত:- অত্র ইউ,পির কোথাও যাতে বাল্য বিবাহ সংগঠিত না হয় এ দিকে দৃষ্টি রাখতে কাজী সহ সকল ওয়ার্ড সদস্য ওএনজিও প্রতিনিধিকে অনুরোধ করা হয়।
বিবিধআলোচনায় সভাপতি সকল স্ট্যান্ডিং কমিটির সভাপতিকে অতি সত্তর স্ট্যান্ডিং কমিটির সভা এবং ওয়ার্ড সভা আহবানের জন্য অনুরোধ করেন।
সিদ্ধান্ত:- ওয়ার্ড সদস্যগণ ওয়ার্ড সভা সহ স্ট্যান্ডিং কমিটির সভা করে পরিষদকে অবহিত করবেন মর্মে নিশ্চিত করেন।
আর কোন আলোচনা না থাকায় ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।
স্বা/-
(মো: সিরাজুল ইসলাম)
সভাপতি
ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি
ও
চেয়ারম্যান
৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ
দিনাজপুর সদর,দিনাজপুর।
গণপ্রজাতত্ত্রী বাংলাদেশ
৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ
দিনাজপুর সদর,দিনাজপুর।
স্মারক নং:-ফাজিলপুর ইউ,পি/ইউডিসিসি/২০১৫/২৭/১(৫৭) তারিখ:-০৫/১১/২০১৫ইং
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরন করা হলো।
১) চেয়ারম্যান,উপজেলা পরিষদ,দিনাজপুর সদর,দিনাজপুর।
২) উপজেলা নির্বাহী অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুর।
*অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হলো।
৩) উপজেলা.............................................কর্মকর্তা,দিনাজপুর সদর,দিনাজপুর।
৪) জনাব...............................................,ইউ,পি সদস্য,৩নং ফাজিলপুর ইউ,পি,দিনাজপুর সদর,দিনাজপুর।
৫) জনাব...............................................,.............................................,দিনাজপুর সদর,দিনাজপুর।
স্বা-/
(এ,কে,এম হাসান নুর জামান)
সদস্য সচিব
ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি
ও
ইউনিয়ন পরিষদ সচিব
৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ
দিনাজপুর সদর,দিনাজপুর।
E-mail:-fazilpur3upsec.dinajpur@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস