Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

 

৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভার আগষ্ট/১৭ মাসের সভার কার্য বিবরনী

সভাপতি:- মো: সিরাজুল ইসলাম

       চেয়ারম্যান,

       ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ

       দিনাজপুর সদর,দিনাজপুর।

সভার তারিখ:-২৭/০৮/২০১৭ইং

সভার সময়:-সকাল ১০:০০

সভার স্থান:-ইউনিয়ন পরিষদ সভা কক্ষ।

উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট ‘ক‍”-তে দেখানো হলো:

সভায় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভাপতি ইউ,পি সচিবকে সভা পরিচালনার জন্য অনুরোধ করেন।সভাপতির সম্মতিক্রমে ইউ,পি সচিব সভার কাজ আরাম্ভ করেন।

আলোচনা:-১।গত সভার কার্য বিবরনী পঠন ও অনুমোদন:-গত সভার কার্য বিবরনী ইউ,পি সচিব উপস্থিত সকলকে পাঠ করে শোনান।

সিদ্ধান্ত:-আলোচনান্তে কোন সংশোধন প্রয়োজন না থাকায় সর্ব সম্মতভাবে অনুমোদন করা হয়।

২। বিভিন্ন বিভাগের কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা।

২.১। কৃষি:-মো: আলী আকবর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সভায় জানান যে, কৃষি বিভাগের সার্বিক কার্যক্রম ভালভাবে চলছে।তিনি জানান যে,তাদের ব্লক নতুন করে ভাগ হয়েছে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন । এছাড়া তাদের কার্যক্রম ভালভাবে চলছে মর্মে তিনি সকলকে অবহিত করেন।

সিদ্ধান্ত:-৩নং ফাজিলপুর ইউ,পির উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।

২.২। প্রাণি সম্পদ:-মহেশ্বর রায়,প্রাণি সম্পদ স্বেচ্ছাসেবী জানান যে,তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে।

সিদ্ধান্ত:-মহেশ্বর রায়,প্রাণি সম্পদ(এ,আই) স্বেচ্ছাসেবীকে বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়।

২.৩। মৎস্য:-মো: মোস্তাফিজুর রহমান,মৎস্য সহকারী, সমন্বয় সভায় উপস্থিত না হওয়ায় উক্ত বিভাগের কার্যক্রম জানা যায়নি।

সিদ্ধান্ত:-মৎস্য সহকারীর সভায় উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা মৎস্য কর্মকর্তা,দিনাজপুর সদর,দিনাজপুরের হস্তক্ষেপ কামনা করা হয়।

২.৪। স্বাস্থ্য বিভাগ:-মো: তোফাজ্জল হোসেন,উপ-সহ-কমি.মেডিক্যাল অফিসার সভায় জানান যে,তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে।তিনি তার উপ স্বাস্থ্য কেন্দ্রর যাতায়াত রাস্তা সংস্কারের জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন।

 

মো: বদিউর রহমান,৬নং ওয়ার্ড সদস্য জানান যে, মহারাজপুর কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি না থাকায় উক্ত ক্লিনিকের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য সভাপতিকে অনুরোধ করেন।

বাবু গোপেন্দ্র নাথ রায়,সভায় জানান যে,ঝানজিরা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ভালভাবে চলছে। সংশ্লিষ্ট ক্লিনিকের জমিদাতা অসুস্থ থাকায় তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

সিদ্ধান্ত:- জনস্বার্থে মহারাজপুর কমিউনিটি ক্লিনিকে অতি সত্তর সিএইচসিপির শুন্য পদ পূরনের ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ করা হয়। জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়। এছাড়া রানীগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের রাস্তাটি দ্রুত সংস্কারের সিদ্ধান্ত হয়। এছাড়া ঝানজিরা কমিউনিটি ক্লিনিকের জমিদাতার আরোগ্য কামনা করা হয়।

২.৫। পরিবার পরিকল্পনা:-মো: আ: মতিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে।তিনি জানান যে, জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহনের শতকরা হার ৭৮%। ২০১৬ সালের মধ্যে এ হার ৮৫% করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে । তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্ত:-পরিবার পরিকল্পনা বিভাগের  কার্যক্রমবিধি মোতাবেক চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

২.৬। সমাজ সেবা:-মোছা: খাদিজা বেগম,ইউনিয়ন সমাজ কর্মী সভায় অনুপস্থিত থাকায় তার বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।

সিদ্ধান্ত:-মোছা: খাদিজা বেগম,ইউনিয়ন সমাজ কর্মীকে, পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

২.৭। আনছার ও ভিডিপি:-মো: আ: হামিদ,আনছার ও ভিডিপি কমান্ডার সভায় অনুপস্থিত থাকায় তার বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।

সিদ্ধান্ত:-মো: আ: হামিদ,আনছার ও ভিডিপি ইউনিয়ন দলপতিকে পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

 ২.৮। বিআরডিবি:-আশুতোষ রায়,পরিদর্শক, সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে। তিনি ঋন আদায় কার্যক্রমে সহায়তা করার জন্য সকল ইউ,পি সদস্যকে অনুরোধ করেন।

মো: সিরাজুল ইসলাম,৮নং ওয়ার্ড সদস্য, সকল সঞ্চয়ীর  সঞ্চয়ের টাকার হিসাব  সংশ্লিষ্ট ব্যক্তিকে দাখিল করার জন্য বিআরডিবির মাঠ কর্মীকে অনুরোধ করেন। এছাড়া একটি তালিকা পরিষদে জমা প্রদানের জন্য অনুরোধ করেন।

সিদ্ধান্ত:-আশুতোষ রায়,পরিদর্শক পরবর্তী সভায় সকল সঞ্চয়ীর তালিকা দাখিলের জন্য অনুরোধ করা হয়।এছাড়া ঋন আদায় কার্যক্রমে সহযোগতিা করার জন্য  ইউ,পি সদস্যগণকে অনুরোধ করা হয়।

২.৯।জনস্বাস্থ্য প্রকৌশল:-মো:নজরুল ইসলাম, টিউবওয়েল মেকানিকস্,সভায় অনুপস্থিত থাকায় তার বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি।

সিদ্ধান্ত:-মো:নজরুল ইসলাম, টিউবওয়েল মেকানিকসকেপরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

২.১০।এলজিইডি:-  মো: মনোয়ার হোসেন,উপ-সহ-প্রকৌশলী ও  মোছা: পারভীন সুলতানা,কমিউনিটি অর্গানাইজার,সভায় অনুপস্থিত থাকায় এলজিইডির  কার্যক্রম সম্পর্কে জানা যায়নি। মো: মনোয়ার হোসেন ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ইউ,পির কোন সমন্বয় সভায় উপস্থিত না থাকায় সকল সদস্যগণ ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া কমিউনিটি অর্গানাইজার দু/একটি সভায় উপস্থিত হলেও প্রায় সভায় অনুপস্থিত থাকেন। তাই এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুর ও উপজেলা প্রকৌশলী,দিনাজপুর সদরকে ব্যবস্থা নিতে সকল ইউ,পি সদস্যগনসহ সমন্বয় সভার সদস্যগণ মতামত ব্যক্ত করেন।

সিদ্ধান্ত:_-মো: মনোয়ার হোসেন,উপ-সহ-প্রকৌশলী ও  মোছা: পারভীন সুলতানা,কমিউনিটি অর্গানাইজার ইউ,পির সমন্বয় সভায় অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুর ও উপজেলা প্রকৌশলী,দিনাজপুর সদর,দিনাজপুরকে অনুরোধ করা হয়।

২.১১।শিক্ষা:-অত্র কমিটির সম্মানিত সদস্য,সহকারী উপজেলা শিক্ষা অফিসার,সভায় অনুপস্থিত থাকায় উক্ত বিভাগের কার্যক্রম সম্পর্কে জানা যায়নি। মো: সিরাজুল ইসলাম,৮নং ওয়ার্ড সদস্য,সভায় জানান যে, ২০১২ সাল থেকে সমন্বয় সভায় কখনই সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসেননি। এটা অত্যান্ত দু:খের বিষয়। সরকারী নির্দেশনা থাকার পরও সভায় অনুপস্থিত থাকা,সরকারী আদেশ অমান্য করার শামিল। তিনি এ বিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য সভাপতির দৃষ্টি আকর্ষন করেন।৮নং ওয়ার্ড সদস্যর বক্তব্যের সাথে সমন্বয় সভায় উপস্থিত সকলে একমত পোষন করেন।

সিদ্ধান্ত:-ইউ,পির সমন্বয় কমিটিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় ক্ষোভ ও দু:খ প্রকাশ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,দিনাজপুর সদর,দিনাজপুরকে অনুরোধ করা হয়।

 

২.১২। এনজিও:- মো: খায়রুল আলম, টেকনিক্যাল অফিসার,এসইউপিকে, সভায় জানান যে,অত্র ইউ,পিকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনা করার জন্য পরিষদ থেকে যে,কর্ম পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে তার জন্য সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানান।এবং এসইউপিকে এক্ষেত্রে আন্তরিকার সাথে সহযোগিতা করার চেষ্টা করবে মর্মে তিনি জানান।

শৈলেন চন্দ্র রায়,ফ্যাসিলিটেটর,সিডিসি,সকল বিভাগের প্রতিনিধিকেপ্রতিবন্ধীদেরনিয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। প্রতিবন্ধী পরিবারের উন্নয়নের জন্যসেলাই মেশিনক্রয়ের জন্য ইউ,পিকে ধন্যবাদ জানান।

সিদ্ধান্ত:-জনস্বার্থে কাজ করার জন্য এনজিও প্রতিনিধিগণকে অনুরোধ করা হয়।

২.১৩। ম্যারিজ রেজিষ্টার ও কাজী:- মো:আবুল বাশার,ম্যারিজ রেজিষ্টার ও কাজী  সভায় জানান বর্তমানে বাল্য বিবাহ প্রায় বন্ধ।তিনি এ বিষয়ে সকলকে সজাগ থাকার অনুরোধ করেন।

সিদ্ধান্ত:- বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়।

৩। বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষ্যে পরিকল্পনা প্রনয়ন

৩.১। আলোচনার শুরুতে সভাপতি জানান যে, ইতোমধ্যে ইউ,পিতে ইউ,পির টাস্ক ফোর্স বিষয়ক কমিটির সভা, ওয়ার্ড পর্যায়ে সভা,অভিভাবক দের নিয়ে সভা,মসজিদ/মন্দিরের ঈমাম/মোয়াজ্জেন/পুরোহিত ও সভাপতি/সম্পাদকদের নিয়ে সমাবেশ করা হয়েছে। এছাড়া ইউ,পির অভিভাবক সহ কিশোরীদের নিয়ে সভা সমাবেশ করা হয়েছে। সভাপতি জানান যে, বাল্য বিবাহমুক্ত ইউ,পি ঘোষনার লক্ষ্যে আগামী ২(দুই) মাসের মধ্যে নিম্ন লিখিত কর্মসূচী সমূহ বাস্তবায়ন/সম্পন্ন করে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার কাজ সম্পন্ন করা যায়।

ক্রমিক নং

কাজের নাম

স্থান

তারিখ,সময়

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি

মন্তব্য

টাস্ক ফোর্স কমিটির সভা

ইউ,পি সভা কক্ষ

২৮/০৯/২০১৭

ইউ,পি চেয়ারম্যান/সচিব

 

ওয়ার্ড সভা

ওয়ার্ডের সুবিধাজনক স্থানে

অক্টোবর/১৬ হতে নভেম্বর/১৭ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

ওয়ার্ড সদস্য/সংরক্ষিত মহিলা সদস্য

 

স্কুল পর্যায়ে অভিাভাবক সমাবেশ

রানীগঞ্জ হাই স্কুল/ রানীপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসা

অক্টোবর/১৬ হতে নভেম্বর/১৭ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

প্রধান শিক্ষক/সুপার

 

ক্লাব/সমিতি/গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা

ইউ,পি সভা কক্ষ

অক্টোবর/১৬ হতে নভেম্বর/১৭ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

ইউ,পি চেয়ারম্যান/সচিব

 

বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনা

ইউ,পি চত্তর

 ৩০ শে নভেম্বর/২০১৭ এর মধ্যে।

ইউ,পি

 

 

সিদ্ধান্ত:-বিস্তারিত আলোচনায়,উল্লেখিত কর্মসূচী সম্পন্ন করে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।

বিবিধ আলোচনায়,ইউপি সচিব জানান যে, এলজিএসপি-২ প্রকল্পের অভিযোগ নিস্পত্তির জন্য স্থানীয় অবসর প্রাপ্ত সরকারী চাকুরীজীবি,গন্যমান্য ব্যক্তি,শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা দরকার। এলজিএসপি-২ প্রকল্পের  এ সংক্রান্ত নির্দেশিকা সকলকে পড়ে শুনানো হয়। এবং বিষয়টি নিয়ে সভায় আলোচনা করা হয়।

মোছা: আন্জুয়ারা বেগম,মহিলা প্রতিনিধি,সভায় জানান যে, রানীগঞ্জ মহিলা মার্কেটের ল্যাট্রিনটি বর্তমানে ব্যবহারের অযোগ্য। ল্যাট্রিনটি সংস্কারের জন্য তিনি সভাপতির দৃষ্টি আকর্ষন করেন।

সিদ্ধান্ত:- এলজিএসপি-২ প্রকল্পের অভিযোগ নিস্পত্তির জন্য নিম্ন লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সম্মতভাবে গঠন পূর্বক অনুমোদন করা হয়।

এলজিএসপি-২ এরঅভিযোগ নিস্পত্তি কমিটি

       ১) মো: ইয়াছিন আলী,           মান্যবর,           আহবায়ক,

       ২) মো:সাফায়েত আলী,          শিক্ষক,               সদস্য,

       ৩) মো:ধনিমুদ্দিন শাহ্,           মান্যবর,              সদস্য,

 

এছাড়া রানীগঞ্জ মহিলা মার্কেট এর ভাড়া যেহেতু উপজেলা প্রকৌশলীর দপ্তর গ্রহন ও নিয়ন্ত্রন করে। তাই এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলী,দিনাজপুর সদর,দিনাজপুরকে অনুরোধ করা হয়।

 

আর কোন আলোচনা না থাকায় ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।

 

 

                                                                                                                (মো: সিরাজুল ইসলাম)

                                                                                                                         সভাপতি

                                                                                                              ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

                                                                                                                            ও

                                                                                                                       চেয়ারম্যান

                                                                                                             ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ

                                                                                                                 দিনাজপুর সদর,দিনাজপুর।